ভালোবেসে ফেলেছি

ভালোবেসে ফেলেছি

মেয়ে: তোমার প্রবলেমটা কি?
ছেলে: প্রবলেম টা তো ওইটাই!
মেয়ে: কোনটা?
ছেলে: ভালোবেসে ফেলেছি!
মেয়ে: কুত্তা, ভালবাসার বুঝোস?
ছেলে: এতো কিছু বুঝি না শুধু ভালবাসি।
মেয়ে: But, I hate you...
ছেলে: I love you too...
মেয়ে: পাগল নাকি?
ছেলে: হুম, তোমার জন্য হয়েছি।
মেয়ে: ফালতু কথা বাদ দাও।
ছেলে: সারা জীবন তোমাকেই
এছাড়াও পড়ে 😘 :অধিকার নেই পার্ট:01
ভালবাসবো
আর সবসময় এই জায়গায়টায়, এই সময়েই
বসে থাকবো।
যেদিন তুমি এই জায়গায় আসবে এবং
তোমার মুখ থেকে ভালবাসি কথাটি
শুনবো
সেদিনই এই জায়গায় আসা বন্ধ করবো।
মেয়ে: আর কাম নাই খাইয়া দাইয়া?
( এই কথাটা বলেই মেয়েটা চলে গেল )
ছেলেটা প্রতিদিন ওই জায়গাটায় বসে
থাকত।
আর কখন মেয়েটা আসবে সেই অপেক্ষা
এছাড়াও পড়ে 😘 :Love Games - পর্ব-১
করতো।
আজ 1 বছর হয়ে গেল কিন্তু মেয়েটা
একবারও অই জায়গার সামনে দিয়েও
আসলো না।
ছেলেটা এখনও বসে থাকে ঠিক সেই
জায়গায় অই সময়েই।
কিছু দিন পর মেয়েটিরও ছেলেটার বলা
ওই কথাটা মনে পড়ে গেল।
( যতদিন না ভালবাসি বলবে, ততদিন এই
জায়গায় বসে থাকব)
মেয়েটা ভাবছিল আগামীকাল গিয়ে
দেখবে
ওই জায়গায় !
সে শিউর যে ছেলেটি থাকবে না!
আগামীকাল ঠিক ওই সময়েই, ওই জায়গায়
গেল
এবং ছেলেটাকেও দেখতে পেল!
ছেলেটা অসহায়ের মতো নিচের দিকে
তাকিয়ে বসে আছে!
মেয়েটা অবাক হয়ে গিয়েছিল।
অনেকক্ষণ তার দিকে তাকিয়ে ছিল।
মেয়েটা ভাবতেও পারেনি এমন কিছু।
মেয়েটা কান্না শুরু করে ছিল
তারপর ছেলেটার সামনে গিয়ে দাঁড়াল।
এছাড়াও পড়ে 😘 :স্বপ্নময়ী বালক
ছেলেটা মেয়েটাকে দাঁড়িয়ে তাকিয়ে
রইলো আর বললো, তুমি কান্না করছো
কেন?
মেয়েটা কোনো কথা না বলেই
ছেলেটিকে জড়িয়ে ধরে বললো
ভালবাসি।
ছেলে: আমি জানতাম, তুমি একদিন না
একদিন আমাকে ঠিকই ভালবাসবে।
আমিও তোমাকে অনেক বেশি
ভালবাসি।
বিঃ দ্রঃ সত্যিকারের ভালবাসা এমনই
হয়
যেটা কল্পনারও বাইরে থাকে।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ