কিছু মানুষ অকারণেই অনলাইনে থাকে।খুব ভোর বেলা, অনেক গভীর রাত, দুপুর, বিকাল সবসময় এদের অনলাইনে পাওয়া যায়।
এরা কাউকে মেসেজ দেয় না। ফেসবুকের নিউজফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়। কিন্তু কাউকে নক করে না।
.
এই মানুষ গুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না। কেউ কখনো তাদের খোঁজই নেয় না। তবুও এরা অনলাইনে আসে।
কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে। কিন্তু কি আছে, তারা এটাও জানে না।
এরা জানে শুধু ফেসবুক স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে।
.
এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিসঙ্গ, খুব একা।অনলাইনে জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই।কেউ নেই।
.
তবুও তারা অনলাইনে আসে। কারো মেসেজের আশা এরা করে না কিংবা বিশেষ কারো মেসেজ আসতে পারে বলে শুধু স্বপ্ন দেখে। কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকে মনে করে, এরা হয়ত সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য এক্টিভ থাকে।
কিন্তু প্রকৃতপক্ষে, তারা প্রেম থেকেও দূরে থাকে।প্রেমিক,প্রেমিকার থেকেও মুক্ত থাকে।
একাকীত্ব নিয়ে তারা যেমন অনলাইনের একোণ ওকোণ ঘুরে বেড়ায়, ঠিক সেই একাকীত্বকেই সঙ্গী করে শেষ রাতে ঘুমিয়ে যায়।
অন লাইনে কেউ তাদের না,তারা কারোর না।
তারা কেবলই প্রচন্ড রকম নিঃসঙ্গ আর একা।
এরা কাউকে মেসেজ দেয় না। ফেসবুকের নিউজফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়। কিন্তু কাউকে নক করে না।
.
এই মানুষ গুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না। কেউ কখনো তাদের খোঁজই নেয় না। তবুও এরা অনলাইনে আসে।
কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে। কিন্তু কি আছে, তারা এটাও জানে না।
এরা জানে শুধু ফেসবুক স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে।
.
এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিসঙ্গ, খুব একা।অনলাইনে জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই।কেউ নেই।
.
তবুও তারা অনলাইনে আসে। কারো মেসেজের আশা এরা করে না কিংবা বিশেষ কারো মেসেজ আসতে পারে বলে শুধু স্বপ্ন দেখে। কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকে মনে করে, এরা হয়ত সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য এক্টিভ থাকে।
কিন্তু প্রকৃতপক্ষে, তারা প্রেম থেকেও দূরে থাকে।প্রেমিক,প্রেমিকার থেকেও মুক্ত থাকে।
একাকীত্ব নিয়ে তারা যেমন অনলাইনের একোণ ওকোণ ঘুরে বেড়ায়, ঠিক সেই একাকীত্বকেই সঙ্গী করে শেষ রাতে ঘুমিয়ে যায়।
অন লাইনে কেউ তাদের না,তারা কারোর না।
তারা কেবলই প্রচন্ড রকম নিঃসঙ্গ আর একা।
0 মন্তব্যসমূহ