একবার এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না

একবার এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না, জাহাজের মালিক অনেক ইন্জিনিয়ার কে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারে নাই।
তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
এনেছেন।
তিনি খুব সাবধানে ইন্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে।
কিছু দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলো।
তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেল।
৭ দিন পর ইন্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ১০,০০০ ডলার !
জাহাজের মালিক বললো আপনি তো এখানে তেমন কিছুই করেননাই এতো বিল অসলো কেমনে...?
তারপর ইন্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে ওইটা জন্য ৯৯৯৮ ডলার।

সারমর্ম: আমরা অনেক সময় অনেক বড় ধরনের যান্ত্রিক প্রবলেমের জন্য সামান্য কাজকে মূল্যায়ন দেইনা। এই সামান্য কাজটার অভিজ্ঞতা অনেক সেটা কেউ বোঝেনা।

শিক্ষাঃ আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে পাঁচ মিনিটের কাজ ভেবে পাঁচ টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মুল্য দিতে শিখুন। $500 কাজ দশ মিনিট ভেবে $50 করা ঠিক নাহ। হোক না কেন দশ মিনিটের কাজ বায়ারের যদি অভিজ্ঞতা থাকত তাহলে এই দশ মিনিটের কাজ করার জন্য আপনার কাছে আসত না। সুতারাং নিজের মূল্য কমা থেকে বিরত থাকুন।

#collected

একবার এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ