আমরা দৈনন্দিন আড্ডা দেয়ার সময় কিছু টাকা পকেট থেকে খরচ হয়ে যায়।

আমরা দৈনন্দিন আড্ডা দেয়ার সময় কিছু টাকা পকেট থেকে খরচ হয়ে যায়।


 আমরা দৈনন্দিন আড্ডা দেয়ার সময় কিছু টাকা পকেট থেকে খরচ হয়ে যায়। 

আমরা যদি সেখান থেকে কিছু করে বাঁচিয়ে রাখি তাহলে অনায়াসেই দুয়েকদিনে দুয়েকজন সুবিধাবঞ্চিতদের শীতের পোষাক বা কম্বল দিয়ে হেল্প করতে পারি। 

মহানবী (সা.) বলেন, ‘যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন, খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’ (আবু দাউদ, হাদিস : ১৭৫২)

সবাইকে না পারেন আপনার আশেপাশের দুয়েকজনকে দিতে পারেন। আপনার আশেপাশেই এমনকিছু বাজার আছে যেখানে অনেক কম টাকায় এসব শীত নিবারণের দ্রব্য পাওয়া যায়। 

কাউকে এসব দেয়ার পর তার দিকে একবার তাকালে বুঝবেন আপনার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছেন। যা আর কোথাও পাওয়া যায়না। 

চলুন না সমাজটাকে একটু একটু করে বদলে দেই। সবার জন্য সবাই অনুপ্রেরণার কারণ হয়ে দাড়াই।

- মাহমুদ এইচ মাহদি

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ