১৮-২৪ বছর বয়সে চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি

 

১৮-২৪ বছর বয়সে চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি

১৮-২৪ বছর বয়সে চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি।এই বয়সের মধ্যে অনেক প্রিয় মানুষ এবং বন্ধুদেরকে তুমি হারিয়ে ফেলবে। তখন তুমি ভুল সিদ্ধান্ত নিবে, ভুল চিন্তাভাবনা করবে এবং অনেক কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে।

তখন নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক হতাশাগ্রস্থ হয়ে পরবে, একাকিত্ব অনুভব করবে, প্রিয়জনদের দেয়া কষ্ট তোমাকে ছাড়তে চাইবে না যেন।

যাদেরকে তুমি অনেক ভালোবাসো তারাই তোমাকে বেশি কষ্ট দিবে,ছেড়ে চলে যাবে।যাদের তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছো তারাই তোমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। তখন তুমি চরম হতাশাগ্রস্থ হয়ে পরবে। খুব কষ্ট হবে এমন কিছু করার কথা ভাববে যা তুমি কখনোই চিন্তা ই করো নি। এমনকি সুইসাইড এর মতো একটা ফালতু আর বাজে চিন্তা ও করতে পারো।

কিন্তু হ্যা বেশি দিন নয় ছয় মাস কিংবা এক বছর পরে তুমি আবার আগের মতো হয়ে যাবে সব কিছু ভুলে।

স্বাভাবিক জীবনে ফিরে আসবে।তাই হতাশ হলে চলবে না।সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে আবার। তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে আনবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

জীবন টা তোমার ই তাই কারো দেয়া দুঃখ/কষ্টে জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় গুলো হারিয়ে যেতে দিওনা। বরং আরো জেদি হয়ে ওঠো সফলতার জন্য 💚💚

জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারন না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না।আর এটাই বাস্তবতা 💚

সংগ্রিহীত Tasmiha Lima

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ